মা-ছেলের সম্পর্কের মতো, বাবা ও মেয়ের সম্পর্ক সবসময়ই স্পেশাল। মেয়েরা ছোট থেকেই নিসংকোচে বাবার কাছে সহজেই ফ্রি হতে পারেন। বাবা-মেয়ের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখলে চোখে জল আসবে আপনারও। ভিডিওটিতে দেখা যাচ্ছে কানাডায় পড়তে যাওয়া এক কিশোরীকে সারপ্রাইজ দিতে সুদূর ভারত থেকে সেদেশে পৌঁছে গিয়েছেন এক বাবা। ওই কিশোরী তখন কানাডার একটি দোকানের কাউন্টারে কর্মরত ছিল। দোকানে এভাবে বাবাকে ঢুকতে দেখে দৃশ্যতই অবাক হয়ে যান ওই কিশোরী। কাউন্টারের নিচে ঝুঁকে তখন কাঁজতে শুরু করে দিয়েছে সে। এরপর দেখা যায় বাবা কাউন্টারের পিছনে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। দুজনেই তখন কাঁদছেন। জানা গিয়েছে shrutva desai নামে ওই কিশোরী কানাডায় গ্র্যাজুয়েশন করতে গিয়েছে। প্রায় এক বছর 6 মাস পর বাবার সঙ্গে তাঁর দেখা হল বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গিয়েছে কিশোরী। ওই কিশোরী নিজেই এই ভিডিওটি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। বিদেশে পড়তে যাওয়া বহু পড়ুয়াই খরচ চালানোর জন্য পার্ট টাইম কাজ করেন দোকান বা রেস্তোরাঁয়। ওই কিশোরীও দোকানে কাজ করেন। বাবাকে দেখে নিজের অনুভূতির কথা ক্যাপশনে নিখেছেন তিনি। shrutva লিখেছেন, আমার হার্টবিট থেমে গিয়েছিল। বাবাকে ঢুকতে দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না, যে সত্যিই বাবা কিনা! বাবা শুধুমাত্র আমাকে দেখতে সুদূর ভারত থেকে কানাডায় এসেছে, এটা ভাবতেই দারুণ লাগছে। এই অভিজ্ঞতার কথা আমি জীবনে ভুলবো না। এই ভদ্রলোককে বাবা হিসাবে পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। এই ভিডিওটি দেখে লাইক করেছেন বহু নেটিজেন। একইসঙ্গে প্রচুর মানুষ কমেন্টও করেছেন ভিডিওটি দেখে। আপনার কেমন লাগল? জানান আমাদের কমেন্ট করে।