বাড়ির মধ্যে ঢুকে আছে একটি কিং কোবরা। তার আয়তন দেখে ভয় পেয়ে গেছেন বাড়ির লোকেরা। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনাটি তামিলনাড়ুর টেনকাসিতে। ভগবতীপুরম গ্রামের একটি আবাসিক এলাকায় প্রবেশ করেছিল সাপটি। দমকল বিভাগের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে। দেখা যায় সাপটি প্রায় ১৪ ফুট লম্বা। বন বিভাগের কছে হস্তান্তর করা হয়েছে সাপটি।