নামী দূরপাল্লার AC Coach Dehi থেকে Puri যাচ্ছিল একটি পরিবারের বেশ কয়েকজন সদস্য। কিন্তু সেই ট্রেনেরই যাত্রীদের জন্য দেওয়া একসঙ্গে চারটি চাদর চুরির অভিযোগ উঠেছে পরিবারটির বিরুদ্ধে। বিষয়টি রেলের একজন কোচ অ্যাটেন্ডেন্টের নজরে পড়ে যায়। ব্যাস আর যায় কোথায় স্টেশনে নামিয়ে ব্যাগ তল্লাশি করতেই বেরোতে থাকে একের পর এক রেলের চাদর। এরপরও ওই পরিবারের সদস্যদের ছেলে অভিযোগ অস্বীকার করে বলতে থাকে, মা হয়তো ভুল করে ব্যাগে ঢুকিয়ে নিয়েছেন।