সুস্বাস্থ্যের অধিকারী হতে অনেকেই এখন সবকিছু ভুলে ছুটে যান জিমে। ঘণ্টার পর ঘণ্টা ওয়ার্ক আউট করলে তবেই ফিট অ্যান্ড ফাইন থাকা যাবে এই মন্ত্রেই মজছেন আধুনিক যুবক যুবতীরা। কিন্তু সেই জিমের ইনস্ট্রাক্টরের উপর নির্ভর করে অনেক কিছু। একজনের কী কী ওয়ার্ক আউট দরকার, কী ডায়েট লাগবে সবকিছুই ঠিক করেন এই ইনস্ট্রাক্টরই। কিন্তু সব মানুষ তো আর একরকম হয় না। একজন জিম ইনস্ট্রাক্টরের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ইনস্ট্রাক্টর জিম করতে আসা এক যুবককে রীতিমতো হুমকি দিচ্ছেন। সেই যুবক যদি 210 কেজির ওজন তুলতে না পারে তাহলে তাঁকে বেদম মারা হবে বলে চিৎকার করতে শোনা যাচ্ছে ওই জিম ইনস্ট্রাক্টরকে।