গলা পর্যন্ত খেয়ে হাফ প্যান্ট পরে স্কুলে হাজির প্রধান শিক্ষক। স্কুলে এসে নিজের রুমে সটাং টেবিলে ওপর পা তুলে বিন্দাস বসে রয়েছেন তিনি। দেখে মনে হচ্ছে কোনও বিচে বসে রয়েছেন। মনেই হচ্ছে না যে তিনি কোনও স্কুলের প্রধান শিক্ষক। তাঁর নেশা করে স্কুলের আসার ঘটনায় রেগে লাল অভিভাবকরা। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দবিতে সরব গ্রামবাসী।