মশার নাকি ঠিকমতো ঘুম হচ্ছে না। সাম্প্রতিক গবেষণায় এমনই এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ঘুমের অভাবে 'অসুস্থ' পড়ছে মশার দল। তারা নাকি 'রক্তের স্বাদ' পর্যন্ত ভুলে গিয়েছে। নতুন এক গবেষণার রিপোর্টে এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা।