ফের মেজাজ হারালেন জয়া বচ্চন। তাঁর সঙ্গে সেলফি নিতে যান একজন অনুরাগী। তাতেই রেগে যান তিনি। সেই যুবককে ধাক্কা মেরে সরিয়ে দেন জয়া। চিৎকার করে ওঠেন, 'কী হচ্ছেটা কী?'। এই ঘটনায় আশপাশের লোকজনও অবাক হয়ে যান।