মুর্শিদাবাদের রুকুনপুর এলাকার এক যুবকের জীবনে এক অভিনব ঘটনার বিষয় নিয়ে আলোচোনা চলছে। তিন বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন আরিফুল শেখ। কিন্তু দাম্পত্য জীবনের টেকসই হতে না পারায় বিবাহ বিচ্ছেদ হয়। সেই ঘটনার পর নিজের বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে তিনি স্নান করেন। আরিফুল জানান, ভালোবাসা থাকলেও সংসার টিকেনি সেক্ষেত্রে নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি যুব সমাজকে উপদেশ দেন যে, প্রেম করে বিয়ের আগে পরিবারের পরিবেশ এবং পরিস্থিতি ভালোভাবে বিবেচনা করা উচিত। একদিকে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা, অন্যদিকে ব্যাপারটি যুবকদের জন্য শিক্ষণীয় বার্তা বহন করছে।