অনেক সময় এমন কিছু কিছু ঘটনা ঘটে যায়, যা রীতিমতো চমকে দেয় আমাদের। এবার তেমনই আরও একটা ঘটনা ঘটল। উত্তর প্রদেশের ঝাঁসিতে কাঁধে বাইক নিয়ে রেলক্রসিং পারাপার হতে দেখা গেল এক ব্যক্তিকে। মোটরসাইকেল বহন করে রেলক্রসিং পারাপার করা ওই ব্যক্তির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি জেলার মোন্থা থানা এলাকার ঘটেছে বলে জানা যাচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।