একেবারে এলাহি আয়োজন। পোষ্যর জন্মদিন তাতে কী হয়েছে? আয়োজনের খামতি রাখেনি ধানবাদের দম্পতি। আশপাশের গ্রাম থেকে তো বটেই, ভিন রাজ্য থেকেও এসেছিলেন নিমন্ত্রিতরা। কেক কেটে, লোকজনকে ভুঁড়িভোজ করিয়ে অক্ষরের (পোষ্য কুকুর) জন্মদিন পালন করলেন স্বামী-স্ত্রী। আর যাঁরা অতিথি এসেছিলেন, তাঁরাও খুশি। পোষ্যর জন্য এনেছিলেন উপহার। তার মধ্যে রয়েছে ৩ টি সোনার চেনও। পোষ্যর এমন এলাহি জন্মদিন দেখে অবাক নেটিজেনরা।