সংসদে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় কংগ্রেস ও বিরোধীদের নিশানা করে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে প্রধানমন্ত্রীর ভাষণ। প্রধানমন্ত্রীর এই সময়ের একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, বিরোধীদের দিকে জলের গ্লাস এগিয়ে দিচ্ছেন তিনি। ভিডিওতে দেখা যায়, ভাষণ দেওয়ার সময় বিরোধীরা প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের বিরোধিতা করতে থাকেন। হাউসে উচ্চস্বরে চিৎকার করতে থাকেন তাঁরা। কয়েকজন নেতা ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদী স্লোগান দেওয়া সাংসদের দিকে একটি জলের গ্লাস বাড়িয়ে দেন। প্রথমে কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুরকে গ্লাসটি দেন, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন। তারপর তিনি আরেক সাংসদ হিবি ইডেনকে এক গ্লাস জল দেন, তবে তিনি ফিরিয়ে দেননি। তাঁর হাতে থেকে নেওয়া জল খেতে দেখা যায় হিবি ইডেনকে।