কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী নিজের সংসদীয় এলাকায় এসে জেলা উন্নয়ন সমন্বয় ও মনিটরিং কমিটি বা ‘দিশা’ বৈঠকে যোগ দেন। তিনি এই কমিটির চেয়ারম্যানও। বৈঠকের মাঝেই রাহুল গান্ধীর সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী দিনেশ প্রতাপ সিংয়ের তর্ক বেঁধে যায়। রাহুল গান্ধী বলেন, তিনি চেয়ারম্যান, তাই আলোচনা তাঁর অনুমতি নিয়েই হওয়া উচিত। উত্তরে দিনেশ প্রতাপ সিং মন্তব্য করেন, “লোকসভায় আপনি যখন চেয়ারম্যানের কথা মানেন না, আমি এখানে কেন মানব?” তাঁর এই জবাব ঘিরে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।