বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কের অপরাধে এক ব্যক্তিকে জুতো ধোয়া জল খাওয়ানোর অভিযোগ। এখানেই থেমে না থেকে আরও নক্কারজনক ঘটনা ঘটানো হল তার সঙ্গে। মদের বোতলে প্রস্রাব ভরে জোর করে তাকে খাওয়ানোর অভিযোগও উঠেছে। রাজস্থানের শিহোরির কাছে সর্দারপুরা গ্রামে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। মানে বিবাহ বহির্ভূত একটি সম্পর্কের জেরে এইভাবে এক ব্যক্তিকে শাস্তি পেতে হবে তা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি। এক যুবকের সঙ্গে বিবাহিত মহিলার একটি সম্পর্কের কথা জানাজানি হতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন অনেকে। তাকে শাস্তি দেওয়ার নিদানও দেওয়া হয়। আর যে শাস্তির ছবি দেখা গেল তা রীতিমতো ভাইরাল। এবং এই গোটা বিষয় নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে। এরপরই ওই যুবককে জোর করে জুতো ধোঁয়া জল খাওয়ানো হয় বলে খবর। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই কমেন্ট করে এই ঘটনার বিরোধিতা করে বলেছেন, যদি দোষ করে থাকেন তার জন্য আইন আছে, কিন্তু কেন এই ভাবে এক ব্যক্তিকে হেনস্থা করা হবে? ভাইরাল ভিডিও দেখে তাজ্জব সকলেই।