শ্রবণ কুমারের কীর্তি কিংবদন্তি। সে তো সত্যযুগের ঘটনা। পুরাণের সেই শ্রবণ কুমার এবার কলিযুগেও। শ্রবণ কুমারের মতোই মা-বাবাকে বাঁকে বসিয়ে কাঁধে নিয়ে তীর্থে বেরিয়েছেন কলিযুগের শ্রবণ কুমার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বিকাশ গেহলট। দেখুন সেই ভিডিও।