কেউ নাম সই করে তাঁর কাছে দিলেই পেনের আঁচড়ে তা হয়ে ওঠে একটি সুন্দর ছবি। অসমের গুয়াহাটির স্পিড পেইন্টার রবিন বার একটি স্বাক্ষরকে শিল্পে রূপান্তরিত করছে। সোশ্যাল মিডিয়ার তার এই শিল্পকর্ম যথেষ্ট ভাইরাল হয়েছে। দেখুন রবিনের কেরমতি।