দোকানে অনেক মানুষ আসেন তাদের পছন্দের জিনিস কিনতে। আবার এর মধ্যে কেউ আসেন খারাপ উদ্দেশ্য নিয়ে। এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি ওয়েস্ট ইয়র্কশায়ারের ডেসবারির ফোন মার্কেটের একটি দোকানের। একজন ব্যক্তি ফোন কিনতে দোকানে এসেছেন। দোকানি তাকে ফোন দেখাচ্ছেন। হঠাৎ একটি ফোন নিয়ে সে পালাতে যায়। কিন্তু ততক্ষণে দোকানি রিমোর্টের সাহায্যে দোকানের দরজা লক করে দিয়েছে। তাই বাধ্য হয়ে ফিরে এসে দোকানিকে ফোন ফেরত দেয়।`