টমেটোর দাম আকাশ ছোঁয়া। অনেকেরই এত দাম দিয়ে টমেটো কেনার সামর্থ্য নেই। রান্নায় টমেটো না হলে চলে না। তাই অনেকেই টমেটো ১ কেজির জায়গায় ৫০ অথবা ১০০ গ্রাম কিনছেন। কিন্তু অনেক জায়গাতে টমেটো লুট হওয়ার ঘটনা ঘটছে। আর তাই বারানসীর এক বিক্রেতা একাবারে বাউন্সার নিয়ে টমেটো বিক্রি করছেন। যাতে টমেটো কেউ লুট করতে না পারে।