ভারতে রেলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। বিশেষত যাত্রী পরিষেবা তথা যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে তো অভিযোগ লেগেই রয়েছে। কোনও কোনও সময় তো রেল সংক্রান্ত বিভিন্ন ভিডিও ভাইরালও হয়। এবার তেমনই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে লখনউয়ে একটি ট্রেনের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ কেউ ট্রেনের জানলা দিয়ে ভিতরে ঢুকছেন। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও শেয়ার করার পাশাপাশি লেখা হয়েছে, নতুন রেললাইন দেখতে লখনউতে ভিড় জমেছিল। চলুন সেই ভিডিও দেখে নেওয়া যাক।