বন্ধু হাসপাতালে ভর্তি। হাতে চ্যানেল করা। আইভি ড্রিপ চলছে। সেই অবস্থায় হাসপাতাল থেকে বন্ধুকে স্যালাইনের বোতল-সহ বের করে বাইক রাইড করালেন দুই যুবক। বেশ কিছুক্ষণ অসুল্থ বন্ধুকে এভাবে বাইক রাইড করানোর পর অবশ্য ফের হাসতালে ওই অসুস্থ বন্ধুকে পৌঁছে দেন ওই দুই যুবক। এদিকে ততক্ষণে পথচলতি অনেকেই মোবাইলে ক্যামেরা বন্দি করে নিয়েছেন ওই ঘটনা। আর এরপর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি।