জেলের খাবার নিয়ে নানা সময় নানা কিছু কথা শেনা যায়। আবার অনেকেরই কৌতুহল থাকে খাবারের গুনগত মান নিয়ে। তবে এবার জেলের খাবারের তালিকা আর তার দাম শুনলে ভিড়মি খেতে বাধ্য। চিকেন ফ্রায়েড রাইসের দাম ২০০০ টাকা, হায়দ্রাবাদি বিরিয়ানির দাম ১৫০০৷ চিলি চিকেনের দাম কত জানেন? ১৫০০ টাকা৷ আর এক প্লেট মাটন কারির দাম ৭ হাজার, মাটন মশলার দাম ৮০০০ টাকা৷ এবার ভাবুন এটা জেলের খাবার নাকী কোনও পাঁচ তারা হোটেলের খাবার। আর এই ছবি এক জেলের। কেন জেলের এবার বলি সেই কথাও। এটাই নাকি মুম্বাইয়ের তালোজা সেন্ট্রাল জেলের অলিখিত মেনু কার্ড৷ এই দাম দিলেই প্রভাবশালী বন্দিরা জেলে বসেই নিজেদের পছন্দের পদ পেয়ে যান৷ এ নিয়েই এবার রীতিমতো সরব হয়েছেন জেলের সাধারণ বন্দিরা৷