অনেকেই উত্সবের মরশুমে বেড়াতে গিয়ে স্কুবা ডাইভিং করেছেন। বিশেষ করে যাঁরা সমুদ্র ভালোবাসেন। যাঁরা যাননি, তাঁরা আজ বাড়িতেই উপভোগ করুন একটি ভিডিও। কথায় বলে, কুকুরকে ভালবাসলে, কুকুরও নানা ভাবে প্রকাশ করে, সেও ভালোবাসছে। কিন্তু জলের তলার প্রাণীরা কি এরকম করে? স্কুবা ডাইভিংয়ে নেমে এমনই অভিজ্ঞতার ভিডিও ভাইরাল। কুকুর নয়, গভীর সমুদ্রে স্কুবা ডাইভিং করা এক ব্যক্তিকে আদর করতে শুরু করল একটি সিল। ঠিক যেমনটা কুকুর করে। ইন্টারনেটে ভিডিওটা ভাইরাল।