এ কি কান্ড! শশুরবাড়িতে বউ আসার সঙ্গে সঙ্গে নাচ জুড়ে দিয়েছে। নাচ ছাড়া ভারতীয় বিয়ে একেবারেই অসম্পূর্ণ। সৌভাগ্যক্রমে, আজ আর সেই দিন নেই। কনেরা আজকাল আর বিয়ের দিনে লাজুক হয়ে বিয়ের মঞ্চে চুপচাপ বসে থাকেন না জড়োসড়ো হয়ে। নিজেদের আনন্দ প্রকাশ করেন নিজেদের মতো করেই। আর তেমনই এক প্রাণোচ্ছল ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নববধূকে এই ভিডিওতে বিয়ের পর বাড়িতে দারুণ ভঙ্গিমায় নেচে মজা করতে দেখা যায়। জনপ্রিয় একটি বাংলা গানে লাল শাড়ি পরে মন খুলে নাচলেন নতুন কনে। এই সময়ে বরও কিন্তু থেকে থাকেননি। বউয়ের সঙ্গে তিনিও সমান তালে সঙ্গত দেন। আর গোটা ভিডিওটি কেউ একজন ভিডিও করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। আর প্রকাশ্যে আসতেই নব দম্পতির এই নাচ দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।