আইএএস অফিসার সঞ্জয় কুমার সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জল দিয়ে একটি মেয়ের পা ধুয়ে দিচ্ছে তার বাবা। তারপর পা মুছে দুধ দিয়ে পা ধুলেন এবং সেই পা ধোয়া দুধ পান করলেন। মেয়েটির মাকেও পা ধোয়া দুধ পান করতে দেখা গেল। সন্তানের প্রতি মা-বাবার এক নিঃস্বার্থ ছবি এটি। মেয়েকে বিদায়ের আগে আলতায় রাঙিয়ে তার পায়ের ছাপও নেন মা-বাবা।