দুটো পা নেই। কিন্তু মনের জোরের কাছে হার মেনেছে সমস্ত প্রতিবন্ধকতা। মানে মনের জোর থাকলে সবকিছুই যে করা যায় তা প্রমাণ করলেন এই যুবক। সবথেকে চমকে দেওয়া ব্যাপার হল সেই অবস্থাতেই তিনি খাবার ডেলিভারি করার মতো কাজ করে চলেছেন। হুইলচেয়ারে বসেই তিনি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন। ওই ব্যক্তি দেখিয়ে দিয়েছে কোনও কিছুই অসম্ভব নয়। নিজের মনের জোর এবং কিছু করার প্রবল ইচ্ছা থাকলে, সবকিছুই করা সম্ভব। ভিডিওতে দেখা যাচ্ছে যে, রাস্তার এক পাশে একটি ফোল্ড করা গাড়ি দাঁড় করানো আছে। আর সামনে থেকে ওই যুবক হুইলচেয়ারে করে ওই গাড়ির কাছে আসেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি খাবার ডেলিভারির কাজ করেন। হ্যাঁ,Zomato কোম্পানিতে খাবার ডেলিভারির কাজে যুক্ত তিনি। গাড়ির সামনে আসতেই তিনি হঠাৎই ঘুরে যান। তারপর মাথায় হেলমেট পরে নেন। এরপর কায়দা করে ওই গাড়ির হ্যান্ডলের সঙ্গে নিজের হুইলচেয়ারটাকে ভালো করে সেট করে নেন। এরপর তিনি সেখান থেকে খাবার ডেলিভারি করার জন্য বেরিয়ে যান। এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়েছে। আর পোস্টে লেখা এটাই আমাদের ভারত। অজুহাত না দিয়ে ওই ব্যক্তি যে কাজ করে চলেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিও।