Advertisement

Bhutan Travel Become Costly: এক ধাক্বায় অনেকটা বাড়ল ভুটান ঘোরার খরচ, মাথায় হাত পর্যটকদের

১ জুলাই থেকে ভুটানের প্রবেশদ্বার খুলে দেওয়া হচ্ছে পর্যযটকদের জন্য। ভারতীয় ও বাংলাদেশিদের জন্য ভুটান ঘোরার খরচ একধাক্কায় বাড়ছে অনেকটা। ফলে মাথায় হাত পর্যটন সার্কিটে।

ভুটান ঘোরার খরচ হচ্ছে মহার্ঘ, মাথায় হাত
সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 18 Jun 2022,
  • अपडेटेड 3:13 PM IST
  • ভুটান ঘোরার খরচ একধাক্কায় বাড়ছে অনেকটা
  • বিশেষ করে ভারত ও বাংলাদেশিদের জন্য তা মহার্ঘ হবে
  • ডেভলপমেন্ট ফি-র নামে আদায় করা হবে মোটা টাকা

প্রবল বর্ষণ ও ধসের আবহ মাথায় নিয়েই পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ভুটান। সম্ভবত ১ জুলাই থেকে বহির্জগতের সঙ্গে ফের যোগাযোগ শুরু করবে তারা। সরকারিভাবে এখনও ঘোষণা হয়নি। দু-এক দিনের ম্ধ্যেই তা চলে আসবে বলে মনে করা হচ্ছে। তবে ১ জুলাই থেকে ভুটান যাত্রা শুরু হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে পর্যটন সার্কিট। তবে খরচ বেড়ে যাচ্ছে বিদেশী পর্যটকদের জন্য। খরচ বাড়ছে ভারতীয় ও বাংলাদেশি পর্যটকদের জন্যও।

আপাতত যা খবর মিলছে, সেই অনুযায়ী জানা গিয়েছে-

১. ১ জুলাই ২০২২ থেকে ভুটান খুলবে।

২. আপাতত দেশে প্রবেশকারীদের ১ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বহিরাগতদের

৩. ২৩ সেপ্টেম্বর ২০২২ থেকে কোনও কোয়ারেন্টাইন থাকবে না। 

৪. প্রি এবং পোস্ট কোভিড অপারেশনগুলির মধ্যে নিম্নলিখিত পরিবর্তনগুলি রয়েছে৷

৫. বিদেশি পর্যটকদের জন্য SDF (Sustainable Development Fee) প্রতি রাতে প্রতি জনপ্রতি ২০০ ডলার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এটি শুধুমাত্র সরকারি রয়্যালটি চার্জ। থাকা, ঘোরা আলাদা খরচ। 

৬. ১২ বছর থেকে ৫ বছরের জন্য ১০০ ডলার প্রতি রাতে SDF। এটি শুধুমাত্র সরকারি রয়্যালটি চার্জ। ট্যুরের জন্য খরচ আলাদা হবে।

৭. ৫ বছরের কম বয়সী বিদেশীদের বয়সীদের SDF দিতে হবে না।

৮. ভারতীয় এবং বাংলাদেশি পর্যটকদের জন্যও SDF দিতে হবে। যা প্রতি রাতের জনপ্রতি ১২০০ টাকা হবে।

২৩ জুন সরকারি বিজ্ঞপ্তি জারি করার কথা। উত্তরবঙ্গের টুরিজম সংগঠন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, আপাতত যা খবর মিলছে তা বেসরকারি সূত্রে। সরকারিভাবে এখনও কে্ানও বিজ্ঞপ্তি আসেনি। তা এলেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা যাবে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement