Advertisement

উত্তরের করোনা পরিস্থিতিতে স্বস্তি স্বাস্থ্য দফতরে

উত্তরবঙ্গে করোনায় দৈনিক মৃতের সংখ্যা কুড়ির নিচেই রয়েছে। শেষ ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে করোনায় মৃতের সংখ্যা ১৭। সংক্রমণ হয়েছে ১ হাজার ৮১০ দশ জনের। গত প্রায় এক সপ্তাহ ধরেই কুড়ির ঘরের মধ্যেই থাকছে উত্তরবঙ্গে করোনা মৃতের সংখ্যা ফলে অনেকটাই স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর।

ফাইল ছবিফাইল ছবি
সংগ্রাম সিংহরায়
  • উত্তরবঙ্গ,
  • 26 May 2021,
  • अपडेटेड 1:45 PM IST
  • করোনা আক্রান্ত স্বস্তিদায়ক
  • মৃতের সংখ্যা ২০-র নিচেই
  • ক্রমশ বাড়ছে সুস্থতার হারও

উত্তরের করোনা পরিস্থিতি স্বস্তি দায়ক

উত্তরবঙ্গে করোনায় দৈনিক মৃতের সংখ্যা কুড়ির নিচেই রয়েছে। শেষ ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে করোনায় মৃতের সংখ্যা ১৭। সংক্রমণ হয়েছে ১ হাজার ৮১০ দশ জনের। গত প্রায় এক সপ্তাহ ধরেই কুড়ির ঘরের মধ্যেই থাকছে উত্তরবঙ্গে করোনা মৃতের সংখ্যা ফলে অনেকটাই স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর। বিশেষজ্ঞরা মনে করছেন, আপাতত করোনা আক্রমণের সংখ্যা খুব একটা বাড়বে না। এইভাবে সর্বোচ্চ সীমা ছুঁড়ে ফেলেছে করোনা। ফলে এবার ফেলে পড়তির দিকে যাচ্ছে সংখ্যা। সুস্থতার হার বাড়ছে।

উত্তরে শেষ ২৪ ঘন্টায় মৃত্যুর খতিয়ান

আরও পড়ুন

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শেষ ২৪ ঘন্টায় মারা গিয়েছেন নজর এদের মধ্যে কার্শিয়াং, শিলিগুড়ি, গোয়ালপোখর, চোপড়া, ইসলামপুরের, জলপাইগুড়ির, বাসিন্দা রয়েছেন। দার্জিলিং জেলা হাসপাতালে মারা গিয়েছেন দুজন। এ ছাড়া শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমে ৩ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন, কোভিড হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সব মিলিয়ে ১২ জন শিলিগুড়ি দুজন দার্জিলিং দুজন জলপাইগুড়ি এবং একজন আলিপুরদুয়ারে মারা যান।

নতুন আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, কোচবিহারে ২৩৮, আলিপুরদুয়ারের ১৬৪, জলপাইগুড়ির ৭৭৫, শিলিগুড়ির ১৭৬, দার্জিলিংয়ের ৫১২, মালদার ১২১ জন, নতুন করে করোনা ভাইরাস এর কবলে পড়েছেন।

সুস্থতার সংখ্যাতে উন্নতি

অন্য দিকে সুস্থতা অসংখ্য পাল্লা দিয়ে বাড়ছে শিলিগুড়ি সহ ৩৩৭ জন এদিন দার্জিলিং জেলায় সংখ্যা মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে শুভেচ্ছা

এ দিকে স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলির উদ্যোগে শুভেচ্ছা জানানো হয়েছে। সরকারি পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলি মানবিক হাত বাড়িয়ে এগিয়ে আসায় স্বাস্থ্য দপ্তরের কাজ সহজ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement