Advertisement

শীতলকুচি : গুলিকাণ্ডের তদন্ত করে গেল ফরেনসিক দল

ভোটের দিন কী বুথ লক্ষ্য করেই গুলি চালিয়েছিল সিআইএসএফের জওয়ানরা? সোমবার শীতলখুচি গুলিকাণ্ডের তদন্ত করতে আসে সিআইডির ফরেনসিক দলের ব্যালেস্টিক টিম। তিন সদস্যের দলটি কয়েক ঘন্টা দফায় দফায় অকুস্থল পরীক্ষা করেন।

শীতলকুচি ১২৬ নম্বর বুথ-ফাইল ছবি
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 07 Jun 2021,
  • अपडेटेड 4:14 PM IST
  • শীতলকুচিতে ফরেনসিক ব্যালেস্টিক টিম
  • দীর্ঘক্ষণ পরীক্ষা করেন তাঁরা
  • গুলিবিদ্ধ ব্ল্যাকবোর্ড নিরীক্ষণ

বুথের দিকেই কি তাক ছিল গুলির?

ভোটের দিন কী বুথ লক্ষ্য করেই গুলি চালিয়েছিল সিআইএসএফের জওয়ানরা? সোমবার শীতলখুচি গুলিকাণ্ডের তদন্ত করতে আসে সিআইডির ফরেনসিক দলের ব্যালেস্টিক টিম। তিন সদস্যের দলটি কয়েক ঘন্টা দফায় দফায় অকুস্থল পরীক্ষা করেন।

বুথের ভিতরে ব্ল্যাকবোর্ড, দরজায় মিলল গুলির চিহ্ন

এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ সিআইডির ফরেনসিক দলের ব্যালেস্টিক টিমের অফিসাররা শীতলখুচির জোড়পাটকি গুলিকাণ্ডের বুথে পৌঁছন। প্রায় আড়াই ঘণ্টা ধরে তদন্ত চালান সিআইডির ওই অফিসাররা। বুথের ভিতরে ঢুকে ব্ল্যাক বোর্ডে থাকা গুলির চিহ্ন গুলি পরীক্ষা করেন দীর্ঘক্ষণ। দরজার যে অংশে গুলির চিহ্ন রয়েছে, সেখানে বিশেষ রাসায়নিক ব্যবহার করে সিআইডি আধিকারিকরা নমুনা সংগ্রহ করেন। গুলির ক্ষতর গভীরতা মেপে কত দূর থেকে গুলি চালানো হয়েছিল তা যাচাই করেন। পরে ফিতে দিয়ে মেপে আনুমানিক গুলি চালানোর জায়গা সম্পর্কে ধারণা পেতে চেষ্টা করেন।

কি ধরণের আগ্নেয়াস্ত্র তাও যাচাই করা হয়

থেকে কি ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ওই গুলি চালানো হয়েছিল, সেটাও বুঝে ওঠার চেষ্টা করেন। এরপর ফের বুথটি তালা মেরে দেন তাঁরা। তবে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি।

বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে চলে গুলি, মৃত চার

১০ এপ্রিল বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের দিন শীতলখুচির ৫/১২৬ নম্বর বুথে সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। খোদ মুখ্যমন্ত্রী ঘটনার পরেই শীতলখুঁচিতে আসবেন বলে জানিয়ে দেন। এরপর ১৪ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙ্গায় এসে নিহতদের পরিবারের সাথে দেখা করেন। আশ্বাস দেন ক্ষমতায় ফিরেই ওই ঘটনা নিয়ে সিআইডি তদন্ত করা হবে। এলাতায় আসেন রাজ্যপাল জগদীপ ধনকরও।

দফায় দফায় তদন্ত চলছে

Advertisement

এর আগে একবার সিআইডি আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে যান। একাধিক পুলিশ আধিকারিক, ভোট কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সাথে এব্যাপারে জিজ্ঞাসাবাদও করে সিআইডির তদন্তকারী আধিকারিকরা।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement