Advertisement

উত্তরে খানিকটা থমকালো সুস্থতার হার, মৃতের সংখ্যা ১৯

বেশ কয়েকদিন নিম্নগতির পর ফের খানিকটা বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা উত্তরবঙ্গে। যার জেরে কপালে ভাঁজ স্বাস্থ্য দপ্তরের। অন্যদিকে নতুন আক্রান্তের চেয়ে সুস্থতার হারের সংখ্যা বেশি হলেও ব্যবধান ফের খানিকটা কমে এসেছে। দোকানপাট খোলার সময় কিছুটা ছাড় মিলতেই ফের সমস্যা তৈরি হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাইল চিত্র
সংগ্রাম সিংহরায়
  • উত্তরবঙ্গ,
  • 06 Jun 2021,
  • अपडेटेड 12:42 PM IST
  • করোনায় মৃত একদিনে ১৯
  • আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১০
  • সুস্থ হয়েছেন ২ হাজার ৪৪৬ জন

ফের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

বেশ কয়েকদিন নিম্নগতির পর ফের খানিকটা বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা উত্তরবঙ্গে। যার জেরে কপালে ভাঁজ স্বাস্থ্য দপ্তরের। অন্যদিকে নতুন আক্রান্তের চেয়ে সুস্থতার হারের সংখ্যা বেশি হলেও ব্যবধান ফের খানিকটা কমে এসেছে। দোকানপাট খোলার সময় কিছুটা ছাড় মিলতেই ফের সমস্যা তৈরি হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

একদিবসীয় মৃত্য়ুর খতিয়ান

উত্তরবঙ্গের শেষ চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে সরকারি রিপোর্ট অনুযায়ী মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের মধ্যে ৭ জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ১২ জন জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ছিলেন। রায়গঞ্জ কিংবা উত্তর দিনাজপুর এর কোনও এলাকা থেকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এদিন পাওয়া যায়নি।

নতুন আক্রান্তে সংখ্যায় সামান্য বৃদ্ধি

অন্যদিকে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা মধ্যে ১৪০ জন আলিপুরদুয়ার, ২৩৪ জন কোচবিহার, ৩২৯ জন দার্জিলিং, ৪২ জন কালিম্পং, ৬৯২ জন জলপাইগুড়ি, ১২৩ জন উত্তর দিনাজপুর ৬৮ জন দক্ষিণ দিনাজপুর ও মালদার ৮২ জন রয়েছেন।

সুস্থতার দৈনিক পরিসংখ্যান

অন্যদিকে এ ঘটনায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৪৬ জন। এদের মধ্যে ২৪৫ জন আলিপুরদুয়ার, ৩৮৭ জন কোচবিহার, ৩৪৪ জন দার্জিলিং, ১১৪ জন কালিম্পং, ৭৫৪ জন জলপাইগুড়ি, ২১১ জন উত্তরদিনাজপুর, ১৯৬ জন দক্ষিণ দিনাজপুর, ১৯৫ জন মালদার বাসিন্দা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কোচবিহারে টিকাকরণে তাৎক্ষণিক শংসাপত্র

অন্যদিকে কোচবিহারে ভ্যাকসিনের সংখ্যা কম থাকায় ঠিকঠাক টিকাকরণ যেতে হয় সেই কারণে সঙ্গে সঙ্গেই টিকা নেওয়ার পর শংসাপত্র দিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে শিশুদের করোনা রুখতে শিশুদের কড়া নজর রাখা হচ্ছে বালুরঘাটেও।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement