Advertisement

'ভারতে একটাই সিন্ডিকেট চলে, সেটা মোদী-শাহের', শিলিগুড়ি থেকে আক্রমণ মমতার

বিজেপি ব্রিগেডের পাল্টা প্রচারে পাহাড়ে মিছিল-পদযাত্রা করে সভা করলেন তৃণমূল সুপ্রিমো। এদিনের মিছিলের মূল ইস্যুই ছিল- জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। পদ্ম শিবিরের 'তোলাবাজ' মন্তব্যের পাল্টা 'সিন্ডিকেট' শব্দে এবার মোদী-শাহকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পদ্ম শিবিরের 'তোলাবাজ' মন্তব্যের পাল্টা 'সিন্ডিকেট' শব্দে এবার মোদী-শাহকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।পদ্ম শিবিরের 'তোলাবাজ' মন্তব্যের পাল্টা 'সিন্ডিকেট' শব্দে এবার মোদী-শাহকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 07 Mar 2021,
  • अपडेटेड 5:05 PM IST
  • রবিবারের দক্ষিণবঙ্গে যদি থাকে মোদী হাওয়া, উত্তর মমতাময়
  • ব্রিগেডের পাল্টা প্রচারে পাহাড়ে মিছিল-পদযাত্রা করে সভা করলেন তৃণমূল সুপ্রিমো
  • পদ্ম শিবিরের 'তোলাবাজ' মন্তব্যের পাল্টা 'সিন্ডিকেট' শব্দে এবার মোদী-শাহকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনের সময় যত এগিয়ে আসছে বাংলার রাজনীতিতে ততই বাড়ছে টানটান উত্তেজনা। রবিবারের দক্ষিণবঙ্গে যদি থাকে মোদী হাওয়া, উত্তর তবে মমতাময়। বিজেপি ব্রিগেডের পাল্টা প্রচারে পাহাড়ে মিছিল-পদযাত্রা করে সভা করলেন তৃণমূল সুপ্রিমো। এদিনের মিছিলের মূল ইস্যুই ছিল- জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। পদ্ম শিবিরের 'তোলাবাজ' মন্তব্যের পাল্টা 'সিন্ডিকেট' শব্দে এবার মোদী-শাহকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সফদর হাসমি চকের মঞ্চ থেকে মমতা বলেন, "বিশ্বে যখন তেলের দাম অর্ধেক হয়ে গিয়েছে তখন ভারতে জ্বালানির দাম দ্বিগুণ। রেশনের চাল বিনামূল্যে দিচ্ছেন এদিকে চাল ফোটানোর গ্যাসের দাম ৯০০ টাকা। প্রধানমন্ত্রী বাংলায় প্রচার করার আগে জবাব দিন কেন রান্নার গ্যাসের দাম বেড়েছে, কেন তেলের দাম বাড়ছে? কেন ৯০০ টাকায় গ্যাস কিনতে হচ্ছে? নরেন্দ্র মোদী আপনার দাম কত টাকা?" জ্বালানির পাশাপাশি সরকারি সংস্থার বেসরকারিকরণ নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গ থেকেই সুর চড়িয়ে মমতা বলেন, "আপনারা তো বড় তোলাবাজ। রেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? উজ্জ্বলা যোজনায় দূর্নীতি হয়েছে। সারা ভারত একটি সিন্ডিকেটের কথা জানে, মোদী-শাহ সিন্ডিকেট। নির্বাচনের আগে উজ্জ্বলা, আর ভোটের পরে ঘাপলা। চোরের মায়ের আবার বড় গলা। মোদীকে এও বলে যেতে হবে যে বিনা পয়সায় রান্নার গ্যাস কবে দেবেন।" 

প্রসঙ্গত, এদিন ব্রিগেডের মঞ্চ থেকে মমতার বিরুদ্ধে কড়া আক্রমণ শানান মোদী। তিনি বলেন, "দুর্নীতি আর নয় আর নয়, তোলাবাজি আর নয় আর নয়, সিন্ডিকেটরাজ আর নয়-আর নয়, হিংসা আর নয়, তুষ্টিকরণ আর নয়। দিদি শুনছেন। এটা বাঙালি-বাংলার আওয়াজ। দশ বছরের অভিজ্ঞতার পর মানুষ একটাই প্রশ্ন করছেন, আপনি নিজেকে কেন একজন ভাইপোর পিসি করে রাখলেন? কেন নিজের ভাইপোর লোভ পূরণে ব্যস্ত হয়ে উঠলেন ?'

আরও পড়ুন

যদিও পাল্টা দিয়েছেন মমতাও। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে ৩৬৫ ধারা করে দাও এসব বলছে ওঁরা। আমি বলছি, করে একবার দেখাও না, তারপর দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় মেটেরিয়ালটা কী! পুরো বিজেপি দল আজ কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে গিয়েছে।" এমনকী মোদীর মুখে বাংলার মা-বোনেদের সুরক্ষার মন্তব্য নিয়েও আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। সাফ বলেন, "বাংলায় রাত ১০ টায় মহিলারা বেরোতে পারেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে মেয়েরা বেরোতে পারেন না। তাঁদের নিরাপত্তা নেই। বাংলায় মহিলাদের নিরাপত্তা আছে। তবে রান্না ঘরে আগুন লাগলে মা বোনেরা ছেড়ে কথা বলবে না, মনে রাখবেন।" 

Advertisement

রবিবার নরেন্দ্র মোদীর বাংলা ভাষণ দিয়ে বাঙালির আবেগ ছোঁয়ার ঘটনাকেও নিশানা করেন মমতা। তিনি বলেন, "মোদীর যেভাবে বাংলা বলছেন, তা তাঁর লিখে নিয়ে আসা বাংলা। গুজরাটি ভাষায় বাংলা লিখে আনেন। নরেন্দ্র মোদী যেখানে বক্তৃতা দেন তার দুপাশ দুটো ট্রান্সপারেন্ট গ্লাস থাকে। ওখানেই পুরোটা টুকে নিয়ে আসেন। আর সকলে বাংলা শুনে ভাবেন কী ভাল কী ভাল। এসব রাজনীতি আমার জানা আছে।"

Read more!
Advertisement
Advertisement