Advertisement

'YAAS' এর প্রভাব উত্তরেও, দার্জিলিং মালদায় বাড়তি সতর্কতা

সুন্দরবন পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই আছড়ে পড়তে শুরু করেছে ইয়াস। তার প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাষে জানানো হয়েছে। সরাসরি ঝড়ের প্রভাব না পড়লেও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে, যার প্রভাব পড়বে গোটা উত্তরবঙ্গেই। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পাহাড়ের দুই জেলা সহ মালদাতে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ইয়াসে সতর্ক উত্তরবঙ্গও
সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 26 May 2021,
  • अपडेटेड 12:50 PM IST
  • উত্তরে পরোক্ষ প্রভাব পড়বে
  • দার্জিলিং পাহাড়ে ধসের সম্ভাবনা
  • মালদায় নদীভাঙণের আশঙ্কা

রাজ্যের উত্তরেও আগাম প্রস্তুতি

সুন্দরবন পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই আছড়ে পড়তে শুরু করেছে ইয়াস। তার প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাষে জানানো হয়েছে। সরাসরি ঝড়ের প্রভাব না পড়লেও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে, যার প্রভাব পড়বে গোটা উত্তরবঙ্গেই। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পাহাড়ের দুই জেলা সহ মালদাতে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন।

দার্জিলিং পাহাড় ও মালদায় বিশেষ সতর্কতা

শেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়বে দার্জিলিং পাহাড় এবং মালদাতে দার্জিলিংয়ের দুই জেলা কালিম্পং এবং দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ধস নামতে পারে বলে আগাম অনুমান করা হয়েছে। সে কারণে প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। অন্যদিকে মালদার নদীর পাড় এলাকাগুলি ব্যাপক ধসের কবলে পড়তে পারে। নদী ভাঙ্গনের ফলে বহু এলাকা মানিকচক রতুয়া কালিয়াচক সহ তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাত হলে তেমন ক্ষয়ক্ষতি নাও হতে পারে বলে জানিয়েছেন, তবে প্রস্তুতিতে কোনও জেলাতেই খামতি রাখা হচ্ছে না।

নবান্নের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, প্রতিটি জেলাকে 

ইতিমধ্যেই নবান্নের কন্ট্রোল রুম থেকে প্রতিটি জেলার হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জেলাশাসক ও পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বলা হয়েছে প্রস্তুত থাকতে। কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে উপান্নেও।

দার্জিলিংকে মনিটর করছে শিলিগুড়ি 

শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় যাতে প্রভাব কম করা যায়, সে কারণে বনদপ্তর এর তিনটি দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে।দার্জিলিং জেলার পাহাড় ও সমতলের প্রতিটি মহকুমা শাসকের অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের সূত্রে জানা গিয়েছে, ইয়াসের প্রভাবে পানীয় জল পরিশোধনে তার বিকল্প ব্যবস্থা তৈরি রাখা হচ্ছে। জলের পাম্প তৈরি রাখা হচ্ছে বিতরণ করার জন্য ১৪ টি ট্যাঙ্ক মঙ্গলবারই জল ভরে তৈরি করে রাখা। হচ্ছে কারণ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তাতে অন্তত দুদিন জলপরী স্বাভাবিক রাখা যাবে এদিকে বিভিন্ন হেল্পলাইন চালু করা হয়েছে।

Advertisement

মালদাতেও বাড়তি সতর্কতা ও প্রস্তুতি

মালদাতে ও জেলা প্রশাসনের তরফে বাড়তি সর্তকতা নেওয়া হচ্ছে স্পিডবোট এবং লাইফ জ্যাকেট লাইফ বোট তৈরি করে রাখা হচ্ছে। বিভিন্ন এলাকায় নদীর পাড় সংলগ্ন যে সমস্ত এলাকায় ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করছেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মাঝরাতে ঝড়-বৃষ্টি শুরু হলে যাতে বিপদ না ঘটে সেজন্য আগে থেকেই তাদের সরানো হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement