Advertisement

শিলিগুড়িতে বাম প্রার্থী তালিকায় বাদ চেয়ারম্যান, ডেপুটি মেয়র সহ একাধিক তারকামুখ

শিলিগুড়ি পুরভোটে প্রকাশিত বামেদের আংশিক প্রার্থী তালিকায় একাধিক চমক। বাদ প্রাক্তন ডেপুটি মেয়র, চেয়ারম্যান সহ একাধিক বর্তমান কাউন্সিলর। তালিকায় নতুন মুখের ছড়াছড়ি। মহিলাদের প্রাধান্য।

দুই তারকা নুরুল-দিলীপ
জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 30 Dec 2021,
  • अपडेटेड 1:29 PM IST
  • বামেদের তালিকায় নতুন মুখ শিলিগুড়িতেও
  • বাদ তারকা প্রার্থীরা, যুবদের প্রাধান্য
  • এবারও জিতবেন আশায় বামেরা

ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। আধমরা বামেরা বাঁচবে কি না, তা বলবে সময়। তবে শিলিগুড়িতে পুরভোটের আগে বামেরা নিজেদের পুরনো খোলস ছেড়ে বের হতে চেষ্টা করছে। কয়েক জন বিদায়ী প্রাক্তন কাউন্সিলর ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে সেখানে নতুন মুখ দরকার ছিল। বামেরা তা এনেছেনও। সঙ্গে বাদ তারকা প্রার্থীরা।

নুতন মুখ

শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের বামেদের প্রার্থী অধিকাংশ নতুন মুখ। তবে এবারের প্রার্থী তালিকায় স্থান পাননি প্রাক্তন মেয়র পারিষদ সহ মোট ছজন প্রাক্তন কাউন্সিলার। কিন্তু এবারই তালিকায় রয়েছে ছাত্র-যুবরা। ফলে শিলিগুড়ি পুরনিগমের দখলে এবার প্রবীণ এবং অভিজ্ঞদের পাশাপাশি নবীনদেরও ভরসা করছে জেলা বাম নেতৃত্বরা। 

বাদ নুরুল, দিলীপ

এবারের পুরনিগমের প্রার্থী তালিকায় প্রচুর নবীন এবং নতুন মুখকে প্রার্থী করেছে দল। এই নতুন মুখদের মধ্যে রয়েছে ছাত্র নেতারা। এর হল ১০ ওয়ার্ড থেকে সুরজ কুন্ডু এবং ২৩ নং ওয়ার্ড থেকে অয়ন্তিকা চক্রবর্তীকে। শুধু তাই নয় এবার প্রার্থী তালিকায় জায়গা পেয়েছে দলের যুব সংগঠনের নেতৃত্বরা।  অন্যদিকে এবারের প্রার্থী তালিকা থেকে নাম বাদ গিয়েছে প্রাক্তন মেয়র পারিষদ নুরুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সিং সহ মোট ছ'জন পুরনো কাউন্সিলরদের। মঙ্গলবার বামেদের প্রথম পর্বের প্রার্থী তালিকায় ৩৫ জনের নাম প্রকাশ হয়। আগামী ৩০ তারিখে ফের দ্বিতীয় পর্বে নাম ঘোষণা হবে। 

এবারে চ্যালেঞ্জ আরও বেশি

রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকলেও বরাবরই শিলিগুড়ি বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। গত কয়েক বছর শাসকদল পুরনিগম থেকে মহকুমা পরিষদ এবং বিধানসভাতে নিজেদের খুঁটি গাড়তে পারেনি। এর মূল কান্ডারি ছিল বাম জামানার প্রাক্তন পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্য। তবে ২১ বিধানসভা নির্বাচনে বাম গড়ে ফাটল ধরেছে। কারণ শিলিগুড়ি বিধানসভা আসন গিয়েছে বিজেপির দখলে। তাই নিজেদের গড় ধরে রাখতে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে প্রার্থীতে রদবদলে করেছে দল। ৪৭ আসনবিশিষ্ট শিলিগুড়ি পৌরনিগমের এবারের ভোটে  নির্বাচনী লড়াইয়ে মুখ হিসেবে নিজের পুরোনো জায়গায় রয়ে গিয়েছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। শুধু তাই নয় এবারে বামেদের প্রার্থী তালিকায় রয়েছে আরও নতুন চমক।

Advertisement

হার-জিত যাই হোক, নতুনেই ভরসা

প্রসঙ্গত কলকাতা পৌরসভার নির্বাচনে বেশ কয়েকজন তরুণ তুর্কি দলের ছাত্র নেতাকে প্রার্থী করেছিল দল। যদিও তারা কেউ ভোটে জিতে কাউন্সিলর হননি। এক ঝাঁক নতুন মুখকে প্রার্থী করায় দলের তরুণ তুর্কিদের কর্মীদের মনেও অনেকটাই জোয়ার এসেছিল। তাই শিলিগুড়ি পৌরসভার নির্বাচনে দলের যুব সংগঠনকে চাঙ্গা করতেই এবং তাদের মনোবল বাড়াতে এবার নবীনদের কেউ মুখ করেছে বামেরা।

ঘোষিত ৩৫ এ ১৩ জন মহিলা

এদিন বামেদের ঘোষিত প্রার্থী তালিকায় ৩৫ টি আসনের মধ্যে ১৩ জন মহিলাকে প্রার্থী করা হয়েছে। ছ'টি আসন জোট শরিক আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়া হয়েছে। সেই ছ'টি আসনের মধ্যে এদিন তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। ৩১ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিএম ৷ তবে গোটা তালিকায় ৩৫ জনের মধ্যে ২৭ জনই নতুন প্রার্থী। এতে দলে নতুন উদ্যোম আসবে বলে মনে করছে দলের নেতৃত্বেরা।  এদিন জীবেশ সরকার বলেন, " দলের অধিকাংশই নতুন মুখকে প্রার্থী করা হয়েছে। সেই সঙ্গে পুরানো ও অভিজ্ঞদেরও জায়গা দেওয়া হয়েছে। তবে এবারও আমরাই পুরনিগম দখল করব।"

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement