Advertisement

জলপাইগুড়ির বন্ধ চা নিলাম কেন্দ্র খুলতে রাজ্যই ভরসা

জলপাইগুড়ির বন্ধ হয় থাকা চা নিলাম কেন্দ্রটি খুলতে রাজ্যের সহায়তা চান কেন্দ্রটির সদস্যরা। পাশাপাশি চা নিলাম কেন্দ্রটিতে যাতে জলপাইগুড়ি, লাগোয়া আলিপুরদুয়ার, দার্জিলিং সহ আশপাশের জেলাগুলি থেকে কিছু পরিমাণ চা আসে, তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ফাইল চিত্রফাইল চিত্র
Aajtak Bangla
  • জলপাইগুড়ি,
  • 22 May 2021,
  • अपडेटेड 12:34 PM IST
  • অন্তত ১০ শতাংশ কর ছাড়ের দাবি
  • চা পাঠানো সুনিশ্চিত করতে হবে
  • ২০১৫ থেকে বন্ধ চা নিলাম কেন্দ্রটি

জলপাইগুড়ির বন্ধ হয় থাকা চা নিলাম কেন্দ্রটি খুলতে রাজ্যের সহায়তা চান কেন্দ্রটির সদস্যরা। পাশাপাশি চা নিলাম কেন্দ্রটিতে যাতে জলপাইগুড়ি, লাগোয়া আলিপুরদুয়ার, দার্জিলিং সহ আশপাশের জেলাগুলি থেকে কিছু পরিমাণ চা আসে, তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

কর ছাড়ের দাবি

লকডাউনে সংকটে চা শিল্পও। ফলে সেই জায়গা থেকে বের হতে হলে গোটা দেশের বিভিন্ন চা নিলাম কেন্দ্র এর মত জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র টি কে ও আর্থিক স্যার এর আওতায় আনতে হবে এমনটাই দাবি তুলছেন জানিলাম কেন্দ্রের সদস্যরা। 

আরও পড়ুন

শিল্প দফতরে আবেদন

অন্তত ১০ শতাংশ হরে কর ছাড়ের দাবি জানিয়েছেন তাঁরা। এই দাবি জানিয়ে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর কাছে আবেদন জানিয়েছেন। তাঁদের আশা, অন্তত এবার জলপাইগুড়ির এই কেন্দ্রটি চালু করা সম্ভব হবে। 

বকেয়া ছাড় আদায়ের দাবি

জানা গিয়েছে, আপাতত বন্ধ রয়েছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রটি। কর ছাড় মিললে নিলাম কেন্দ্রটি সচল করতে পারা যাবে। দেশের বিভিন্ন চা নিলাম কেন্দ্র স্থাপন হওয়ার পরে প্রথম দু'বছর ১০ শতাংশ হারে বিশেষ কর ছাড় দেওয়া হয়। কিন্তু জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র স্থাপনের পর এখনও পর্যন্ত কোন রকম কোন ছাড় মেলেনি। ফলে একই দেশ ভিন্ন নিয়মে পড়েছেন তারা। চাইছেন করোনা পরিস্থিতিতে যখন সব শিল্পী হচ্ছে তখন চা শিল্পে অন্তত ১০ শতাংশ ছাড় চালু করতে পারলে নিলাম কেন্দ্র থেকে চাঙ্গা করা যাবে। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সিগুপ্ত জানিয়েছেন, ছাড় মিললে নিলাম কেন্দ্রটি মাথা তুলে দাঁড়াতে পারবে।

একাধিকবার দাবিপত্র পাঠানো হয়েছে

এর আগেও অমিত মিত্র শিল্প মন্ত্রী থাকার সময় ছাড়ের দাবি পাঠানো হয়েছিল। তার আগে বাম আমলেও ছাড় মিলবে বলে ঘোষণা হলেও কাজ হয়নি বলে চা নিলাম কেন্দ্র সূত্রে জানা গিয়েছে। তবে আবেদন গেলেও কোনও সুরাহা মিলেনি বলে খবর।

স্থাপনের পর থেকেই রুগ্ন

Advertisement

২০০৫ সালে জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র চালু হয়। প্রথমে জেলার কয়েকটি চা বাগান থেকে চা পাঠানো হলেও পরবর্তীতে চা পাঠানোর ক্ষেত্রে কোনও রকম ধারাবাহিকতা ছিল না। অনেক চা পাতা উৎপাদনের পর বাইরে চলে যাচ্ছিল। চা নিলাম কেন্দ্র টি ধুঁকতে ধুঁকতে ২০১৫ সালে বন্ধ হয়ে যায়। কর ছাড়ের পাশাপাশি নিয়মিত চা পাতা পাঠানোর প্রতিশ্রুতি দিলে এবং রাজ্যের তরফে পদক্ষেপ নেওয়া হলে চা নিলাম কেন্দ্র টি ফের চাঙ্গা হয়ে যাবে।

 

Read more!
Advertisement
Advertisement