ছিনতাইয়ে অভিযুক্ত তৃণমূল জেলা যুব সম্পাদক
ছিনতাইয়ে অভিযুক্ত হল তৃণমূলের জেলা যুগ্ম সম্পাদক। তৃণমূল জেলা কো-অর্ডিনেটর দুলাল সরকারের ঘনিষ্ঠ ওই সম্পাদক এর নাম আকাশ সাহা।
মুখ পুড়েছে দলের, দূরত্ব তৈরি শুরু
এমন এক অভিযোগে অভিযুক্ত ওই যুবক, যাতে নাক কাটা গিয়েছে দলের বলে দুলালবাবু ও আকাশ এর বিরোধী গোষ্ঠী ঘনিষ্ঠমহলে বলে বেড়াচ্ছে। শনিবার পরিযায়ী শ্রমিক এর মোবাইল ছিনতাই করতে গিয়ে জালে জড়াল ওই দুষ্কৃতী বলে অভিযোগ। খোঁজ নিয়ে জানা গিয়েছে এর আগেও তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে। তারপর কি করে তৃণমূল তাকে সসম্মানে পদে রেখে দিয়েছে তা বোধগম্য হচ্ছে না বিরোধীদের। ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা।
তৃণমূলের হাইকম্যান্ডের কাছে রিপোর্ট
যদিও তড়িঘড়ি ছিনতাইয়ে ধরা পড়ার পরেই আইনের দোহাই দিয়ে পাস কাটিয়েছেন তৃণমূলের জেলা শীর্ষ নেতারা। ঘনিষ্ঠ সাগরেদকে নিয়ে কোনও রকম রা কাড়েননি দুলালবাবুও। তাহলে কি তিনিও ছোঁয়াচ এড়াতে চাইছেন তিনি ! প্রশ্ন উঠছে সব মহলেই। তবে গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল। তড়িঘড়ি রিপোর্ট চলে গিয়েছে তৃণমূলের হাইকম্যান্ডের কাছে।
অভিযুক্তের আরও এক সঙ্গী পলাতক
পুলিশ জানিয়েছে, পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করেছিল ওই যুবক। গ্রেপ্তার অভিযুক্ত যুব তৃণমূল নেতা আকাশ সাহা। তার সঙ্গে আরও একজন রয়েছে অভিযুক্তের তালিকায়। ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ
শনিবার ভোররাতে মালদা টাউন স্টেশন এর কাছে ঝলঝলিয়া এলাকায় ৫ পরিযায়ী শ্রমিক এর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ আকাশ সাহা নামে এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এর বাসিন্দা ওই পাঁচ পরিযায়ী শ্রমিক এর অভিযোগের ভিত্তিতে আকাশ সাহাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
সরকারি আধিকারিককে অপহরণের মামলায় আকাশ ওয়ান্টেড ছিল
কেউ অন্যায় করলে দল আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। প্রতিক্রিয়া মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়ের। কটাক্ষ করেছে বিজেপি। উল্লেখ্য জুলাই মাসে এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে পুখুরিয়া থানায় এক সরকারী আধিকারিককে অপহরণের অভিযোগ হয়। সেই মামলায় আকাশ সাহা কে খুঁজছিল পুলিশ।
ছবি -মিল্টন পাল