উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মানুষের সঙ্গে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী, এই নাম দু’টোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বহু ইতিহাস। তেমনই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে উল্লেখিত দিল্লিভিটা, চাঁদের খাল জায়গাটি সকলের কাছে অপরিচিত হলেও বনদুর্গার মন্দির হিসেবে উত্তরবঙ্গের মানুষের কাছে পরিচিত। বৈকুন্ঠপুর অভয়ারান্যের গভীর জঙ্গলের ভিতরে অবস্থিত এই মন্দির। ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর গোপন আস্তানা ছিল এই মন্দির। প্রতিবছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে রীতিনীতি মেনে জাঁকজমক করে পুজা হয় মন্দিরে।