মালদার বাণী রায়। তার চারপাশে ঘুরে বেড়ায় এলাকার কুকুর-বিড়ালরা। কাক-শালিখরা ওনার হাত থেকে এসে খাবার খান। ভালবাসার এমনই বন্ধন। ওদের শরীর খারাপ হলে, তার প্রাণ কেঁদে ওঠে। স্বামী মণি মোহন রায়ও ছিলেন পশু প্রেমী। তাঁর মৃত্যুর পরও অক্ষত বাণী রায়ের পশু প্রেম। নিজের একটি ওষুধের দোকান আছে। কুকুর-বেড়ালদের শরীর খারাপ হলে, তিনি তাদের ওষুধ দেন। এই পশু-পাখিদের নিয়ে আনন্দে আছেন বাণী রায়। অবলা জীবদের ওপর মানুষের অত্যাচার সহ্য করতে পারেন না তিনি।