ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু রুখতে উদ্যোগ গ্রহণ করল পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন SNAP। ডুয়ার্সের ধরণীপুর থেকে বিন্নাগুড়ি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত রেল ট্র্যাকের পাশে লাগানো হল অত্যাধুনিক সেন্সার ডিভাইস। এর ফলে রেল লাইনের আশেপাশে হাতি এলে তার সম্পূর্ণ তথ্য কন্ট্রোল রুমের মাধ্যমে পৌঁছে যাবে রেল চালকের কাছে। এর ফলে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর সংখ্যা অনেকটাই কমবে বলে আশাবাদী সংগঠন।