উত্তরবঙ্গের দুর্যোগ অব্যাহত। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ধস নেমে জনজীবন বিপর্যস্ত। সিকিম পাহাড়ে ধসে জীবনহানির খবরও সামনে আসছে। জলমগ্ন উত্তরবঙ্গের একাধিক এলাকা। শিলিগুড়িতে বালাসন নদীর সেতু জলের তোড়ে ভেঙে গিয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা। বিভিন্ন এলাকায় নদীতে জারি করা হয়েছে লাল-কমলা-হলুদ সর্তকতা। গঙ্গা, ফুলহর, তিস্তা, মহানন্দা, বালাসন, সংকোশ, রায়ডাক, কালজানি, তোর্সা, করলা, করতোয়া, বালাসন, আত্রেয়ী সব কটি নদী প্রবল জলোচ্ছাসে ফুঁসছে। বন্যার আশঙ্কা জারি করেছে আবহাওয়া দফতর। প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। আপাতত জরুরি প্রয়োজন ছাড়া পাহাড়ে না যেতে অনুরোধ করছে প্রশাসন।