প্রবল বৃষ্টিতে পাহাড়ে ফের ধস। মঙ্গলবার কালিম্পঙের কালিঝোরার কাছে ধস নামে। ধসের জেরে সিকিমের সঙ্গে সমতলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসে যায়। রাস্তা সারাইয়ের কাজ চলছে। রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে আছে সিকিমগামী সব গাড়ি। শিলিগুড়িমুখী কালিম্পং এবং সিকিমের গাড়িগুলিকে তিস্তা বাজার, পেশক রোড হয়ে ঘুম জোড়বাংলো হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রবল বৃষ্টিতে আরও ধস নামবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।