কাশ্মীরে সিআরপিএফের কনভয়ে জঙ্গিদের হামলায় গুরুতর জখম ধূপগুড়ির জওয়ান জগন্নাথ রায় অবশেষে শহীদ হন। বুধবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলো শহীদের নিথর দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় শহিদকে সিআরপিএফ কাওয়াখালী ক্যাম্পে। বাগডোগরা বিমানবন্দর এবং সিআরপিএফ কাওয়াখালী ক্যাম্পে শহীদ কে সম্মান জানান আধিকারিকরা। এরপর নিথর দেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান সিআরপিএফের কর্মী এবং আধিকারিকেরা। পরে জগন্নাথ রায়ের নিথর দেহকে নিয়ে আসা হয় তার নিজ গৃহে। সেখানে গান স্যালুট জানিয়ে অভিবাদন জানানো হয়। জগন্নাথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ধুপগুড়ি সহ গোটা এলাকায়৷