ডাকাতদের হওয়া পুজো এখনো হয়ে আসছে, বর্তমানে এখন ‘মানিকোড়া কালী’ নামে পরিচিত। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদার মানিকোড়া গ্রামে এই দেবীর পূজা হয়ে আসছে প্রায় তিনশো বছরের বেশি সময় ধরে। এই এলাকার মানুষের মুখে শোনা যায় এক সময় ডাকাতদের হাতে পূজিতা হতেন এই দেবী। এখানে মা-কে একসময় শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কেন জানেন।