১০-১২ দিনের লুকোচুরি খেলা শেষ, শিলিগুড়িতে অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ। সোমবার সকালে চিতাবাঘটি খাঁচা বন্দি হতেই এলাকার মানুষের ভিড় জমে যায়। বেশ কিছুদিন আগে স্থানীয় রেল কর্মীরাই DEMU সেডের জঙ্গলে চিতাবাঘ দেখতে পায়। চিতাবাঘ ধরতে খাঁচা পাতে বন দফতর। তারপরেই খাঁচাবন্দি হল চিতাবাঘটি।