ভয়াবহ আগুনে পুড়ে ছাই শিলিগুড়ির রানাবস্তি এলাকা। শনিবার রাতে কোনওভাবে সেখানে আগুন লাগে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে তা ভয়াবহ আকার নেয়। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে নেমে পড়েন দমকলকর্মীরা। আগুন নেভাতে এগিয়ে আসেন আশপাশের যুবকরা। ততক্ষণে বেশ কয়েকটি ঘর পুড়ে যায় বলে খবর। এদিকে, আগুন ভয়াবহ হওয়ার পরেও কেন মাত্র দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এল? তা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। পরে যদিও আগুন নেভাতে আরও বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।