এশিয়া কাপ এবং গত বিশ্বকাপের বদলা সুদে আসলে মিটিয়ে নেওয়া গেছে। প্রায় হারা ম্যাচ একক দক্ষতায় জিতিয়ে দিয়ে গোটা দেশবাসীকে আগাম দীপাবলি উদযাপনের সুযোগ এনে দিয়েছেন এক এবং অনন্য বিরাট কোহলি। আর গোটা দেশের সঙ্গে তা উদযাপনে মেতেছে শিলিগুড়িবাসীও। ভারত ম্যাচ জিততেই প্রায় মাঝরাত পর্যন্ত শহরের হাশমিচকে পথে নামলো জনতা। উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন তারা। সন্ধ্যা থেকে রাত হুল্লোর করে ভারতের জয় সেলিব্রেশন করে শিলিগুড়ির ক্রীড়া-প্রেমীরা। তার ফলে যানজট তৈরি হয়েছিল। হিলকার্ট রোড, বিধান রোড, দেশবন্ধু রোড এবং কাছারি রোডের সংযোগস্থল হওয়ায় যানজট খানিকটা তীব্র আকার নেয়। তাদের সরাতে গলদধর্ম হতে হয়েছিল পুলিশ কর্মীদেরও। তবে খুব একটা গা করতে দেখা যায়নি কাউকেই। এমনকী যারা যানজটে আটকে পড়েছিলেন তাদের মুখেও ছিল চওড়া হাসি। পাকিস্তানকে জবাব দেওয়া গেছে বলে কথা। তাই ওটুকু অসুবিধা মেনে নেওয়া যায় এমনটাই মনোভাব ছিল সকলের। ফলে ভূত চতুর্দশীর দিনে দীপাবলীর আবহ শহর জুড়ে।