যতই শপিং মল কালচার চালু হোক, শিলিগুড়ির বাসিন্দাদের রকমারি চাহিদা মেটানোর ভরসা ও আকর্ষণ এখনও সেই হংকং মার্কেটই। সিকিম, নেপাল ও বিহার প্রচুর মানুষ দিনভর শিলিগুড়িতে নানা কাজে ঘুরে বেড়ান, তাঁদের ভিড়ে জমজমাট থাকে এই মার্কেট। আবার বিকেলের পর থেকে মার্কেট থাকে কলকাতা বা অন্য় জায়গা থেকে যাঁরা তরাই-ডুয়ার্স-পাহাড় ঘুরতে আসেন, তাঁদের দখলে। ফলে স্বাভাবিক দিনে রাত ১০ টা পর্যন্ত তিল ধারণের জায়গা থাকে না। বাংলার একটি শহর শিলিগুড়ির একটি বাজারের নাম হঠাৎ 'হংকং মার্কেট' নাম কেন? এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসে। আসুন জেনে নিই। এর আসল কারণ।