চা বাগান মানেই উত্তরবঙ্গ। চা বাগান মানেই টাটকা বাতাস। শহুরে ব্যস্ততা থেকে বেরিয়ে বুক ভরে খোলা বাতাসে নিঃশাস। তরাই থেকে ডুয়ার্স, সবুজ গালিচার মত চা বাগানে চা-পাতার গন্ধ গায়ে মেখে কে না, ঘুরতে ভালোবাসে? এ রাজ্যের দক্ষিণবঙ্গ তো বটেই, অন্য রাজ্যের মানুষও প্রতিনিয়ত ছুটে আসেন চা বাগানের টানে। তাই তো টি-টুরিজম জনপ্রিয় হচ্ছে। এতে পর্যটকদের ঝোঁক রয়েছে দেখে রাজ্য পর্যটন দফতরও উৎসাহ দিচ্ছেন টি-টুরিজমে। তবে শুধু অন্য জায়গার মানুষের কাছেই নয়, উত্তরবঙ্গের মানুষের কাছেও শহরের ঘিঞ্জি, যানজট এড়িয়ে কয়েকটা দিন চা-বাগানের সবুজ পরিবেশে খোলা হাওয়ায় ফুসফুসে জীবনীশক্তি ভরে নেওয়ার প্রলোভন এড়ানো কঠিন।