দিঘা এখন পর্যটকে ভরা। এই গরমেও সমুদ্রের পারে তিল ধারণের জায়গা নেই। দিঘার আকর্ষণের প্রধান বিষয় যদি সমুদ্র হয়, তবে দ্বিতীয়টি সমুদ্র পারের নানা ধরণের মাছের পদ। ভাজা, রান্না করা, ভাপা যেমনই হোক না কেন। কিন্তু এবার ভরা মরশুমেও পর্যটকদের এখন মুখ ভার। কারণ দিঘায় এখন মাছ ধরা বন্ধ। ফলে কী করা? অগত্যা সমুদ্রের ধারে বসে চালানি মাছেই মন ভরাতে হচ্ছে।