বাড়ির পিছনের গাছ থেকে উদ্ধার হল এক আইসিডিএস কর্মীর (ICDS Worker) ঝুলন্ত দেহ (Hanging Dead Body)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের (Basirhat) স্বরূপনগরে (Swarupnagar)। মৃতের নাম রেবা বিশ্বাস (Reba Biswas)। পরিবারের দাবি, সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সেই কারণে অপমানে আত্মঘাতী হয়েছেন রেবা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, রেবার স্বামী মারা যান প্রায় ২০ বছর আগে। তার পর থেকে বাপের বাড়িতেই থাকতেন তিনি। কয়েক বছর আগে তিনি আইসিডিএস হিসাবে কাজ পান। ২ দিন আগে আবাস যোজনার বাড়ির সমীক্ষা করতে গিয়ে কয়েক জন গ্রামবাসীর কাছে হেনস্থা হতে হতে হয় রেবাকে। অভিযোগ, তাঁকে অশ্রাব্য গালিগালাজ করা হয়। পরিবারের লোকজনের দাবি, কারও পাকা বাড়ি রয়েছে তা কাঁচা বাড়ি হিসেবে দেখাতে বলা হয়েছিল রেবাকে। এমনকি তাঁকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। অন্যদিকে, বিডিও অফিস থেকেও বলা হয়েছিল কোনওরকম অনিয়ম যেন না হয়। এই দুইয়ের মধ্যে পড়ে এমনিতেই মানসিক চাপে ছিলেন তিনি।
অপমানিত হয়ে রেবা ওইদিন বাড়ি ফিরে আসেন। সেই থেকেই মানসিক চাপে ছিলেন। আজ সকালে বাড়ির পিছনের একটি কাঁঠাল গাছ থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপ নগর থানার পুলিশ। রেবার উপরে চাপ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের আধিকারিকরাও এই ঘটনায় নড়েচড়ে বসেছেন।