নানা অভিযোগের কারণে খড়গপুর পুরসভার (Kharagpur Municipality) চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ জেলা তৃণমূলের। সোমবারই প্রদীপ সরকারকে (Pradip Sarkar) চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দল। পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন। জানা যাচ্ছে, খড়গপুর পুরসভায় ২৫ তৃণমূল কাউন্সিলরের মধ্যে ২০ জনই প্রদীপবাবুর বিরুদ্ধে অনাস্থা আনার ইচ্ছাপ্রকাশ করেছেন। সেকথা জানার পরই দলের তরফে প্রদীপবাবুকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশেই খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে পদত্যাগ করতে বলেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন:বসিরহাটে বাড়ির সামনে পড়ে যুবকের দেহ, গলায় ফাঁসের দাগ
জেলা তৃণমূল সূত্রে আরও খবর, প্রদীপ সরকারকে কেন্দ্র করে তৃণমূলে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। দলীয় কাউন্সিলরদের হুমকি , তাঁদের বাড়ি ঘেরাও করার চেষ্টার অভিযোগও ছিল চেয়ারম্যানের বিরুদ্ধে। এনিয়ে থানাতেও অভিযোগ জমা পড়ে। অভিষেকের কানেও এসব ঘটনার কথা পৌঁছে যায়। এরপরই চেয়ারম্যান পদ থেকে প্রদীপ সরকারকে ইস্তফার নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
খড়গপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২০টিতে জয় পেয়েছিল তৃণমূল। পরে ৫ বিরোধী কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। পুরপ্রধানের দায়িত্ব নেন প্রদীপ। তার আগে ২০১৫ সালে পুরভোটে জয়ী হয়ে প্রথমবার পুরপ্রধান হন। ২০১৯ সালের বিধানসভা উপনির্বাচনে জয়ের পরও তিনি এই পদে ছিলেন। তবে ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান।