Advertisement

২০২১ টা ডুব, বেনজির বর্ষবরণ বিষ্ণুপুরের যুবকের

করোনা আবহে গোটা বিশ্বের মানুষ যখন নিজের নিজের মতো করে বর্ষবরণে (Happy New Year 2021) মেতে উঠেছেন, ঠিক সেই সময় এক ভিন্ন বর্ষবরণের সাক্ষী থাকলেন বাঁকুড়া (Bankura) জেলার বিষ্ণুপুরের (Bishnupur) মানুষ। এ এক অন্য বর্ষবরণ। কনকনে হাড় হিম করা ঠাণ্ডায় গুনে গুনে ২০২১ খানা ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের এক যুবক। নাম সদানন্দ দত্ত। সদানন্দের কীর্তি দেখতে হাজির ছিলেন প্রচুর মানুষ। শুধু স্থানীয়রাই নয়, ছিলেন বাইরের পর্যটকরাও। অভিনব এই বর্ষবরণ চাক্ষুষ করতে পেরে খুশি তাঁরাও। আগামিদিনে তিনি গিনিস বুকে নাম তুলতে চান বলেই জানালেন সদানন্দ।

বিষ্ণুপুরের লালবাঁধ
অনিল গিরি
  • বিষ্ণুপুর,
  • 01 Jan 2021,
  • अपडेटेड 5:38 PM IST
  • অভিনব বর্ষবরণ বিষ্ণুপুরে
  • লালবাঁধে ২০২১টা ডুব দিলেন যুবক
  • নতুন বছরে এই কীর্তি দেখে খুশি পর্যটকরা

করোনা আবহে গোটা বিশ্বের মানুষ যখন নিজের নিজের মতো করে বর্ষবরণে (Happy New Year 2021) মেতে উঠেছেন, ঠিক সেই সময় এক ভিন্ন বর্ষবরণের সাক্ষী থাকলেন বাঁকুড়া (Bankura) জেলার বিষ্ণুপুরের (Bishnupur) মানুষ। এ এক অন্য বর্ষবরণ। কনকনে হাড় হিম করা ঠাণ্ডায় গুনে গুনে ২০২১ খানা ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের এক যুবক। নাম সদানন্দ দত্ত। সদানন্দের কীর্তি দেখতে হাজির ছিলেন প্রচুর মানুষ। শুধু স্থানীয়রাই নয়, ছিলেন বাইরের পর্যটকরাও। অভিনব এই বর্ষবরণ চাক্ষুষ করতে পেরে খুশি তাঁরাও। আগামিদিনে তিনি গিনিস বুকে নাম তুলতে চান বলেই জানালেন সদানন্দ।   

জানা গেছে বিগত কয়েক বছর ধরেই বাঁকুড়ার বিষ্ণুপুরের লালবাঁধে এভাবেই ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে আসছেন সদানন্দ দত্ত। ব্যতিক্রম হল না এবারেও। হাড় কাঁপানো শীতে লালবাঁধের কনকনে ঠাণ্ডা জলে ২০২১টি ডুব দিলেন তিনি। তাঁর এই ভিন্ন স্বাদের বর্ষবরণ দেখতে প্রচুর মানুষ ভিড় জমান লালবাঁধের পাড়ে। তাঁদের মধ্যে ছিলেন বিষ্ণুপুরে ঘুরতে যাওয়া পর্যটকরাও। মন্দির নগরীতে ঘুরতে গিয়ে এই বাড়তি পাওনায় ব্যপক খুশি পর্যটকরা। করতালি দিয়ে সদানন্দকে উৎসাহও দেন দর্শকরা। 

সদানন্দ জানান, অভিনব এই বর্ষবরণের মাধ্যমে ভবিষ্যতে গিনিস বুকে নাম তুলতে চান তিনি। তবে কীভাবে যোগাযোগ করতে হবে তা জানা নেই। এই কাজে প্রশাসনের তরফেও কোনও সহযোগিতা পাওয়া যায়নি বলেই দাবি তাঁর। তবে তিনি নিজস্ব ছন্দে আগামি বছরগুলিতেও বর্ষবরণ চালিয়ে নিয়ে যাবেন বলে জানান সদানন্দ। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement