Advertisement

Tarapith Kaushiki Amavasya: AC রুম ২৫ হাজার-নন এসি ৭ হাজার, কৌশিকী অমাবস্যায় দামী তারাপীঠের হোটেল

Tarapith: প্রবল বিপাকে পড়েছেন তারাপীঠে আসা পূর্ণ্যার্থীরা। কারণ হোটেলের রেট শুনে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে সকলের। এসি রুমের ভাড়া ২০ হাজার টাকার উপরে। নন এসি রুমের ভাড়া ৭ হাজার টাকা উপরে। আচমকা এতো টাকা ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পূর্ণ্যার্থী থেকে শুরু করে পর্যটকরা। 

তারাপীঠ।তারাপীঠ।
Aajtak Bangla
  • তারাপীঠ,
  • 25 Aug 2022,
  • अपडेटेड 3:54 PM IST
  • এসি রুম ২৫ হাজার, নন এসি ৭ হাজার
  • কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেলের আকাশছোঁয়া দাম
  • জানুন বিস্তারিত তথ্য

Tarapith Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় প্রবল ভিড় তারাপীঠে। সপ্তাহ খানেক আগে থেকেই তারাপীঠে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। করোনার জেরে শেষ ২ বছর অনেক কঠোর নিয়ম ছিল। কিন্তু এবার ভিড় আগেরবারের তুলনায় অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু এসবের মধ্যে প্রবল বিপাকে পড়েছেন তারাপীঠে আসা পূর্ণ্যার্থীরা। কারণ হোটেলের রেট শুনে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে সকলের। এসি রুমের ভাড়া ২০ হাজার টাকার উপরে। নন এসি রুমের ভাড়া ৭ হাজার টাকা উপরে। আচমকা এতো টাকা ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পূর্ণ্যার্থী থেকে শুরু করে পর্যটকরা। 

কত টাকা দাম বাড়ানো হয়েছে

এবার কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। বিষয়টি দিন দিনকয়েক আগেই জেলা প্রশাসন, হোটেল কর্তৃপক্ষ এবং তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই হোটেল ভাড়া কিছুটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই ঠিক হয় যে হোটেল একেবারে ৩ দিনের জন্য ভাড়া নিতে হবে। ২৪-২৫-২৬ কিংবা ২৫-২৬-২৭ তারিখে হোটেল ভাড়া করতে হবে। নন এসি এবং এসি রুমের ক্ষেত্রে একই নিয়ম রাখা হয়েছে। নন এসি রুমের ভাড়া শুরু হচ্ছে ৭ হাজার টাকা থেকে। কোথাও আবার নন এসি রুমে ভাড়া নেওয়া হচ্ছে ১৫ হাজার টাকা পর্যন্ত। এসি রুম মোটামুটি ২০ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। নেওয়া হচ্ছে ২৫ হাজার টাকা পর্যন্ত।

আরও পড়ুন

বিপাকে পর্যটকেরা

আচমকা এতো রেট বেড়ে যাওয়ায় প্রবল সমস্যাতে পড়েছেন পর্যটকেরা। এ বিষয়ে সংবাদমাধ্যমে হোটেল মালিকরা জানিয়েছেন, যাঁর যেমন রুম পছন্দ তেমন ভাড়া দিতে হবে। বৈঠকে ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হলেও, কত টাকা নেওয়া হবে সেই বিষয়ে কিছু বলা হয়নি বলে জানিয়েছেন রামপুরহাটের মহকুমা শাসক সাদ্দাম নাভাস। এক সপ্তাহ আগে থেকেই ভিড় বাড়তে শুরু করেছে তারাপীঠে। প্রচুর দর্শনার্থী ভিড় করেছেন। জানা গিয়েছে, ২৬ তারিখ ভোর থেকে আর কোনও গাড়ি ঢুকতে দেওয়া হবে। মন্দির থেকে ৫ কিলোমিটার দূরে গাড়ি রাখতে হবে। তার পরে মূল মন্দির চত্বরে পা হেঁটেই প্রবেশ করতে হবে। প্রচুর ভক্ত সমাগম এবার তারাপীঠে হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। মন্দির চত্বরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement